Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, April 19, 2024

মন দেউলিয়া




ছোট পরিসরে পরিচিত স্বরে
আদরে আখরে নাম
কালো দীঘি চোখ, সে আমার হোক
বৃষ্টি হোক অনন্ত অবিরাম। 

জোয়ারের ঢেউ বলেনি তো কেউ
নাবিকের মতো কথা
রুদ্ধশ্বাস, কঠোর প্রয়াস
মনদেউলিয়া ব্যাথা।

আধখোলা দোর রাতজাগা ভোর
মোহনা পেরোনো নদী
নোঙর ফেলা খেলনার ভেলা
আমার হত যদি।

শত হাতছানি দেয় অভিমানী
মেঘবালিকার খাতা
মরুঝড় জল, স্রোতে বিহ্বল
মনদেউলিয়া ব্যাথা।

Friday, April 28, 2023

কালবৈশাখে তুমি

টুকরো কথার মেঘ জমেছে মনে 
ডুবছে আকাশ জানলা ভাঙার কাঁচে, 
সোহাগ চিঠি যত্নে দেরাজ কোণে 
বুকের মধ্যে কালবৈশাখ বাঁচে। 

তেমন করে কোথাও তুমি নেই
যেমন করে থাকতে তুমি কাছে,
ঘুলঘুলিতে চড়াই এলো যেই
নিষেধ মানার নিয়ম দিলে মুছে। 

তোমার নামে এখন বিকেল গড়ায় 
কুলফি বরফ ডাক দিয়ে যায় গলি
তেঁতুল আচার গন্ধ বয়ে বেড়ায়
শেষের তোমার গল্প কাকে বলি ? 

দেরি হলেও সময় হয়ে এসো 
ঘড়ির কাঁটায় আলগা কিছুক্ষন,
আমার প্রাপ্যটুকুই ভালোবেসো
কালবৈশাখে তোমায় প্রয়োজন।   









Saturday, March 18, 2023

অতীত

পুরোনো দিন যত্নে রাখা দায়
পুরোনো জরা আসবাবের মতো,
কি করে তাদের সাজাব বিদায়
আমি জানি আমিও নই অক্ষত। 

জোনাকির আলো জ্বেলেছিল যারা
নাবিকের পাল পুড়েছিল হাওয়ায়,
তাদের এখন সঙ্গী ধ্রুবতারা
নিঃশব্দে আকাশ ছুঁতে চায়। 

সহজ অতই ভেসে যাওয়া নাকি 
মুখ তুলে শত অভিমানও শুনো,
আমার পাথর হয়ে থাকাটাই সাবেকী
কিছু কবিতা জমে আছে এখনো। 

ছন্দে ফেরা সময়ের হাতে বাঁধা
কত গ্রীষ্ম কত পার হয়ে যাবে শীত,
বাক্সের ভাঁজে পুরোনো নকশিকাঁথা
শান্তিতে থাক তোমার আমার অতীত। 



#bengalipoem #bengaliquotes #bengalipoetry #banglakobita #kolkata #bengali #banglaquotes #bengaliquote #bong #kolkatagram #bangladeshi #bengaliwriters #banglagram #westbengal #banglapoetry #poem

Saturday, September 29, 2018

শারদপ্রাতে

এবার উৎসবের পালা, খানিক বিশ্রামের সময়
মেঘলা চায়ের কাপে যেখানে সন্ধ্যেরাও ঘুমায়
সেখানে বেঁধে নিতে হবে অবকাশের ঘর  
পুরোনো যা কিছু, ঝালিয়ে নেওয়া অতঃপর।

দেরাজে বইয়ের খাঁজে অসমাপ্ত সম্পর্কের ভিড়ে
নিখোঁজ, নিরুদ্দেশ আমার 'তুঙ্গভদ্রার তীরে' 
সেটুকু খুঁজে নেবার অপেক্ষা, আর কিছু নয়
শুনেছি শারদপ্রাতে অজান্তে এমনটাই নাকি হয়।


বিন্যাস : নিজস্ব

















#bengalipoems #Durgapuja #Molat #DebdattaSinha

Tuesday, April 17, 2018

ভবঘুরে

আমার দেখা এই শহরের জলপাহাড়ি মুখ
আমার যত খেয়ালখুশি পালিয়ে বাঁচার সুখ
অস্থির মন আকাশ ঝড়ে উড়ছে অনুভব
এমন সময় ঘরের বাঁধন নেহাত অসম্ভব।

বসত তবে ছাড়তে পারি পরান যাযাবর
দুঃসাহসের ইচ্ছে ডানা মুক্ত হৃদয়ঘর।
সাগর মরু পেরিয়ে যাব দূরের থেকেও দূরে
চিনুক শহর ভিন্ন নামে, নির্জন ভবঘুরে....
ছবি: নিজস্ব

Thursday, March 22, 2018

নীরব উপাখ্যান

বলার মতো নয় সে কথা, বলা বিপদ ভারী
মনের মতন কথার ধরণ কোথায় শিখতে পারি
বিষাদ জানে সেসব মানে অনন্ত ইন্তেজার
নিজের সাথে মুখোমুখির সময় হয়েছে এবার।

ঠোঁটের খাঁজে লুকিয়ে থাকে অঙ্ককষা মাপ
উপন্যাসের মুখ ছুঁয়ে যায় প্রেক্ষাপটের ছাপ
শব্দ প্রহর দাপিয়ে বেড়ায় মধ্যরাতের দেশ 
আমার কথার শেষ রয়ে যায়, নির্বাক অনিমেষ।

যাক না উড়ে দামাল ঝড়ে শুকনো পরিচয়
শরীর জুড়ে মঞ্চ আঁকা নিখুঁত অভিনয়....
এসব কথার অর্থ শুধু অনর্থ দিয়ে ঘেরা
কাঠগড়াতে অজ্ঞাতবাস নিরুত্তর জেরা।

প্রশ্ন বিশেষ থাক সে যতই, আস্কারাতেই দাম
এর চাইতে সহজ কেনা অলস দিনের নাম....
খানিকটা তাই গোপন কথার একক চন্দ্রযাপন
নিজের সাথেই বোঝাপড়ার সময় হয়েছে এখন।

ছবি : গুগল 




















#bengalipoems #molat #DebdattaSinha

Sunday, June 25, 2017

ভগবান

মর্ত্যের প্রশস্ত মসৃণ পথে
ঈশ্বর, মানুষ চলে একসাথে
কোলাহলে মুখরিত ভক্তি উল্লাস
জাগ্রত মূর্তি অকূল বিশ্বাস
স্তুতিস্তবে মন্ত্র দেব অধিষ্ঠান
রথ চলে, সাথে চলে ভক্তের ভগবান।

চিত্রবিন্যাস : নিজস্ব 














#rathayatra #ratha2017 #bengalipoems #bengalipoetries

Friday, June 16, 2017

স্মরণে

খবরের নিচে খবর চাপা পড়ে থাকে
জোনাকির আলোয় বেঁচে থাকে কিছু নাম
অকালের বৈশাখীতে ধুলো হয়ে গেছে যাঁরা
এ পৃথিবীতে, তাঁদের কতটুকুই বা দাম ?

ধূপের ধোঁয়ায় ভারী হয়ে আসে বুক
অতীত প্রহর হাতছানি দিয়ে ডাকে
ফ্রেমবন্দী ছবির কালযাপনের সুখ
নীরব মৃত্যু আর কেই বা মনে রাখে ?

বিন্যাস : নিজস্ব















#bengalipoems #bengalipoetry

Thursday, April 13, 2017

পয়লাবার

পয়লাবার যেদিন আমি স্কুলে
দুচোখ জুড়ে স্বপ্ন লাগার ঘোর
একলা থাকার অভ্যাসটা ভুলে
প্রথম পাওয়া বৈশাখী এক ভোর।

পয়লাবার স্বাদ বসলো মুখে
হজমিগুলি বিটনুন সব কালো
মেঘলা দুপুর বিকেল আলোর সুখে
হাফপ্যান্টে কাটছিলো দিন ভালো।

পয়লাবার বৃষ্টিশহর বুক
ট্রামলাইন আর সিনেমা নাটক ভিড়
প্রথম দেখায় তুমি আমি চুপ
কালবৈশাখী সন্ধ্যারাগের মীড়।

পয়লাবার বিরহ বিষম জ্বালা
আটপৌড়ে নালিশ বাজে কানে
ছন্নছাড়া পায়ের মেপে চলা
রূপকথারা বিষাদ ডেকে আনে।

পয়লাবার পাশ ফিরল মন
বসন্তগানে কোকিল বসে দূর
শাস্ত্রমতে অমল আয়োজন
সাতপাকেতে সানাই সোহাগ সুর।

পয়লাবার পিতৃধর্ম পালন
স্কুল, কাছারি, সংসার, ডালভাত
নিয়মবাঁধা রুলটানা ক্ষণযাপন
পাহাড়, সমূদ্র, কদাচিৎ  দৈবাৎ।

পয়লাবার স্পষ্ট দেখছি আজ
বার্ধক্যের ঝাপসা ঘরের কোন
অতীত ঘেঁষা মুহূর্ত কোলাজ
একলা থাকার বৈশাখী স্পন্দন।

শহর, বাড়ি, জ্যোৎস্না ভরা রাত
নির্ঘুমজ্বর আঁকড়ে ধরে সব
পয়লাবার সুযোগ ছোঁয় হাত
পিছুটানের শৈশব কলরব।


চিত্রবিন্যাস : নিজস্ব 
#poilabaisakh #bengalinewyear #bengali #bengalipoems #poetries

Tuesday, March 28, 2017

দহন

তোমার চোখে বিষের আগুন
       তীব্র দহন জ্বালো
এড়িয়ে যাবে কার সে সাহস
        সর্বনাশের কালো

স্পর্শে বাতাস তপ্ত তোমার
   উষ্ণ আবেগ মেশে
যেমন করে রাত্রি নেভায়
     স্বর্ণাভ ভোর এসে

তেমন করে দাও কথা দাও
    পুড়িয়ে দেবে তুমি
আগুন যতই বিষাক্ত হোক
     পতঙ্গ হব আমি

বিন্যাস : নিজস্ব 






















#bengalipoems #darkpoem #poetry #love #romance


Saturday, March 18, 2017

সূর্যতপা তুমি

কত শতাব্দী ধরে আকাশ মিশে গিয়েছে জলে
মেঘ জড়ো করে সোঁদা মাটির ঘ্রাণ নেবে বলে
মরুপ্রান্তর থেকে হিমালয়ের সর্বোচ্চ শিখরে
আরব সাগর হতে সুগভীর পালামৌয়ের জঙ্গলে......
সূর্যতপা দেখেছি তোমায়, একবিংশ শতকের নারী
সূর্যতপা তোমায়, অল্প হলেও কি ভালোবাসতে পারি ?

তমসাবৃত, ছিন্নমুল আমি, সাধারন একজন
অট্টালিকা আকাশকুসুম, স্বল্প আয়, অল্প আয়োজন
আমার উঠোন ঘেরা ঘাসের ওপর বসত করে সুখ
পুকুরডোবা সূর্যালোকে দেখেছি তোমার আবিররাঙা মুখ
সূর্যতপা তুমি নভস্পর্শী, শত নক্ষত্রের সারি..........
সূর্যতপা তোমায়, অণুমাত্র কি ভালোবাসতে পারি ?


ছবি : গুগল 

#bengalipoetry #bengalipoems #love #romance

Monday, March 13, 2017

এই বসন্তে

বসন্ত আজ দিয়েছে ডাক
কলরবে সব তফাত যাক
চল, আঁকাবাকা ওই পথের গলিতে ভিড় হয়ে যাই

হুল্লোড়ে আজ উঠুক তুফান
তোর আর আমার স্বপ্নের গান
গেয়ে যাব তবু ক্লান্ত যতই হোক না সবাই

চল, ফাগুন ওড়াই দুহাত দিয়ে
একতারাতে গান শুনিয়ে
তুষের আগুন জ্বলবে সেথায় নির্নিমেষ

রঙের খেলায় মাতব যত
রঙিন হবে হৃদয় তত
দোলের দিনে তোর্ সাথে হব নিরুদ্দেশ..............

ছবি : 'রামলীলা' পোস্টারের সৌজন্যে 

#bengalipoems #poetries #love #romance #dolyatra #holi #basantautsav

Tuesday, January 24, 2017

২৬এর কবিতা

অপ্রতিহতরা আন্দোলনের পথে হাঁটে
রেকাবির ওপর সাজানো থাকে গারদ
ইনকিলাবের স্লোগান ছিল মুখেমুখে
বিপ্লবের আঁচে ঘেমে উঠেছিল পারদ.........

স্মরণীয়রা, রক্তে ভিজেছিল......
স্বাধীনতার, পতাকায় লেখা নাম
যে পথে যত শহীদ গিয়েছে হেঁটে
সে পথের ধুলোয় লক্ষকোটি প্রণাম........

এ পৃথিবী রাখবে তাঁদের মনে
এ পৃথিবীর সকল কাজের মাঝে
বিপ্লব মুছে যায় না কখনো
বিপ্লব এখনো বুকের ভিতর বাঁচে..........


ছবি : গুগল ;  বিন্যাস : নিজস্ব  















#republicday #bengalipoem #26thjanuary #tribute

Thursday, December 8, 2016

চিঠি

সন্ধ্যাতারা হারিয়ে গেছে 
ধূসর মেঘে খুঁজেছিলাম 
চিঠির জবাব পাইনি তবু 
কাল, তোমায় চিঠি লিখেছিলাম...... 

বলার সবই রইল বাকি 
চলার পথে পড়ল ফাঁকি 
ঘূর্ণি ঝড়ে অথৈ জলে 
সোনার তরী ভাসিয়েছিলাম 
চিঠির জবাব পাইনি তবু 
কাল, তোমায় চিঠি লিখেছিলাম...... 

ছায়ার মতো অন্ধকারে 
ছায়াটাকেই সঙ্গে করে 
রুদ্ধশ্বাসে বন্ধদ্বারে 
প্রতীক্ষাতে কাটিয়েছিলাম
চিঠির জবাব পাইনি তবু 
কাল, তোমায় চিঠি লিখেছিলাম..... 

ছবি : গুগল 













#bengalipoems #poetries

Friday, September 2, 2016

হরতাল

স্তব্ধ বাজার স্তব্ধ শহর, অবাক রাস্তা ঘাট
বন্‌ধ আমাদের জাতীয় ছুটি, বন্‌ধ জিন্দাবাদ।

সকাল থেকেই সাইলেন্টে.... মোবাইল ভাইব্রেটর
আজকে অফিস ? পাগল নাকি ? ভয়ানক জেরবার !

কি থেকে কি হয় যে বিপদ, কিসের আছে মানে......
প্রাণটা তবে যায় বেঘোরে, কখন যে কে জানে !

মিটিং মিছিল চলছে হেথায়, দূর্গাপুরের ব্রিজে
হাঁড়ির খবর জমে বরফ, ডাবল ডোরের ফ্রিজে

মোটের ওপর দিনটা কাটে, হরেক কথায় কাজে
বন্‌ধ টা যেন কিসের ছিল ? প্রশ্নটা খুব বাজে !

যাগ্গে তবে, কি আর এমন ! কয়েক কোটি জলে
আমার তাতে কি আসে যায়, অমন কতই চলে

আবোল তাবোল রাজনীতির, ওরা করুক মুন্ডপাত
বন্‌ধ টা গুরু বেজায় ভালো...... বন্‌ধ জিন্দাবাদ !!

ছবি : নিজস্ব 


















#bengalipoems #poetries #banglabandh

Saturday, August 27, 2016

দান

সময় হয়েছে তব......আহ্বানে করি নব
না রাখিব আর স্মৃতি জড়ায়ে
এবারে নূতন গান......বিকশিত হোক প্রাণ
হে পুরাতন, তোমারি দান, তোমারে দিব ফিরায়ে ।

ক্ষমা কোরো মোরে...... আর না চাহিব কিছু
যত ক্লান্তি, যত গ্লানি, আর না হাঁটিব পিছু
সকলি পুরানো কথা, সকলি যাতনা, রাখিব দূরে সরায়ে
এবারে নূতন গান..........বিকশিত হোক প্রাণ
হে পুরাতন, তোমারি দান, তোমারে দিব ফিরায়ে ।

ভুলিয়া যেও..... সে জীর্ণ মর্মর বাণী
যতটুকু সঞ্চিত আবেগ, তার কতটুকুই বা মানি
ফিরায়ে লও সে ক্ষণকাল, তব রেখেছি হৃদয় ভরায়ে.......
এবারে নূতন গান..........বিকশিত হোক প্রাণ
হে পুরাতন, তোমারি দান, তোমারে দিব ফিরায়ে ।

ছবি : নিজস্ব 
















#bengalipoems #poetries

Wednesday, August 24, 2016

অভিমান

বেলা পড়ে এলো, মিছেই দেরি করিস আজ
আলো আঁধারির ছায়ায় লেগে আছে দেখ
কত শত বেলফুলের দিলখুশ মন্তাজ.........
ঘাড়গোঁজা একবগ্গা অভিমান তোর, এ  কেমনতরো ?
পুকুরঘাটে সন্ধ্যে গড়ায়, আজও যে ডাকতে এলি না বড় !
তবে কি জলপাইয়ের সাথে মিশে গেলি.........
তবে কি আলটপকা আমায় গেলি ছেড়ে ?
আমার কিন্তু এখনো শুনে ওঠা হয়নি জানিস,
সুলতান খাঁর, আলবেলাআআ...সজন、 আয়ো  রি !............

ছবি : নিজস্ব 















#bengalipoems #poetries

Tuesday, August 16, 2016

প্রহর

অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে.....
অনেকটা সময় ফাঁকি দিয়ে গেছে তাই
এক প্রহর রাত জেগেছি আমি আজ
আরও এক প্রহর বেশি জাগতে চাই ।

খোয়াবের খোঁজে পাশ ফিরে ঘুম
সেঁজুতির চৌকাঠ নিকষ নিঝুম....
পরজীবী লতায় বয়স বাড়ছে তাই
এক প্রহর রাত জেগেছি আমি আজ
আরও এক প্রহর বেশি জাগতে চাই ।

ইচ্ছেনদী এমনি বয়ে গেছে কত.....
অকুল সোহাগ ছাইচাপা আগুনের মত....
ধিকিধিকি পুড়তে থাকে গোটা জীবনটাই
এক প্রহর রাত জেগেছি আমি আজ
আরও এক প্রহর বেশি জাগতে চাই......

ছবি : নিজস্ব 
















#bengalipoems #poetry

Wednesday, August 10, 2016

আলাপ

পক্ষান্তরে ভালোবাসারা উহ্য থাকে
আলগা চাউনিতে গড়ে ওঠে পরিচয়
মেঘভাঙা জলে আবেগের ডুবসাঁতার
কাঁচভাঙা হাসিতে মুগ্ধ বিলম্বিত লয়.....

অপরিহার্য থাকে সমস্ত চাওয়া পাওয়া
নদীর স্রোতে আকাশ জেগে রয়......
দীর্ঘ কথার প্রতিচ্ছবি চারিপাশে,
আলাপ জমানো তেমন কঠিন কিছু নয়......

মুখরায় সুর বেঁধে দেয় হৃদমাঝার
বেয়াড়া মুখে ফুটছে কত খই.......
আমার সাথে আলাপ জমাও ভিনদেশী
আমিও তোমার মত রাত্রি জেগে রই......

ছবি : নিজস্ব 


#bengalipoems #lovepoems #romanticpoems

Friday, July 29, 2016

মনদুপুর

ছবি : নিজস্ব 
কিংখাবে মোড়া যত রাজকীয় গলি
খুঁজে খুঁজে হয়রান কাকে আমি বলি.....
বোবা ঘরে বাস্পতে ভিজে ওঠে জল
মন কষাকষি হোক, কার সাথে বল ?

দুধগোলা দুপুরে চুপ থাকা দায়
শ্যাওলারা কার্নিশ, ঘেঁষে চলে যায়
ছায়া গোনে জৌরালি, শালিখের দল
মন কষাকষি আজ, কার সাথে বল........







#bengalipoems #bengalilovepoems #bengaliromanticpoems