ছোট পরিসরে পরিচিত স্বরে
আদরে আখরে নাম
কালো দীঘি চোখ, সে আমার হোক
বৃষ্টি হোক অনন্ত অবিরাম।
জোয়ারের ঢেউ বলেনি তো কেউ
নাবিকের মতো কথা
রুদ্ধশ্বাস, কঠোর প্রয়াস
মনদেউলিয়া ব্যাথা।
আধখোলা দোর রাতজাগা ভোর
মোহনা পেরোনো নদী
নোঙর ফেলা খেলনার ভেলা
আমার হত যদি।
শত হাতছানি দেয় অভিমানী
মেঘবালিকার খাতা
মরুঝড় জল, স্রোতে বিহ্বল
মনদেউলিয়া ব্যাথা।

















