Tuesday, January 24, 2017

২৬এর কবিতা

অপ্রতিহতরা আন্দোলনের পথে হাঁটে
রেকাবির ওপর সাজানো থাকে গারদ
ইনকিলাবের স্লোগান ছিল মুখেমুখে
বিপ্লবের আঁচে ঘেমে উঠেছিল পারদ.........

স্মরণীয়রা, রক্তে ভিজেছিল......
স্বাধীনতার, পতাকায় লেখা নাম
যে পথে যত শহীদ গিয়েছে হেঁটে
সে পথের ধুলোয় লক্ষকোটি প্রণাম........

এ পৃথিবী রাখবে তাঁদের মনে
এ পৃথিবীর সকল কাজের মাঝে
বিপ্লব মুছে যায় না কখনো
বিপ্লব এখনো বুকের ভিতর বাঁচে..........


ছবি : গুগল ;  বিন্যাস : নিজস্ব  















#republicday #bengalipoem #26thjanuary #tribute

No comments:

Post a Comment