অপ্রতিহতরা আন্দোলনের পথে হাঁটে
রেকাবির ওপর সাজানো থাকে গারদ
ইনকিলাবের স্লোগান ছিল মুখেমুখে
বিপ্লবের আঁচে ঘেমে উঠেছিল পারদ.........
স্মরণীয়রা, রক্তে ভিজেছিল......
স্বাধীনতার, পতাকায় লেখা নাম
যে পথে যত শহীদ গিয়েছে হেঁটে
সে পথের ধুলোয় লক্ষকোটি প্রণাম........
রেকাবির ওপর সাজানো থাকে গারদ
ইনকিলাবের স্লোগান ছিল মুখেমুখে
বিপ্লবের আঁচে ঘেমে উঠেছিল পারদ.........
স্মরণীয়রা, রক্তে ভিজেছিল......
স্বাধীনতার, পতাকায় লেখা নাম
যে পথে যত শহীদ গিয়েছে হেঁটে
সে পথের ধুলোয় লক্ষকোটি প্রণাম........

No comments:
Post a Comment