Saturday, August 27, 2016

দান

সময় হয়েছে তব......আহ্বানে করি নব
না রাখিব আর স্মৃতি জড়ায়ে
এবারে নূতন গান......বিকশিত হোক প্রাণ
হে পুরাতন, তোমারি দান, তোমারে দিব ফিরায়ে ।

ক্ষমা কোরো মোরে...... আর না চাহিব কিছু
যত ক্লান্তি, যত গ্লানি, আর না হাঁটিব পিছু
সকলি পুরানো কথা, সকলি যাতনা, রাখিব দূরে সরায়ে
এবারে নূতন গান..........বিকশিত হোক প্রাণ
হে পুরাতন, তোমারি দান, তোমারে দিব ফিরায়ে ।

ভুলিয়া যেও..... সে জীর্ণ মর্মর বাণী
যতটুকু সঞ্চিত আবেগ, তার কতটুকুই বা মানি
ফিরায়ে লও সে ক্ষণকাল, তব রেখেছি হৃদয় ভরায়ে.......
এবারে নূতন গান..........বিকশিত হোক প্রাণ
হে পুরাতন, তোমারি দান, তোমারে দিব ফিরায়ে ।

ছবি : নিজস্ব 
















#bengalipoems #poetries

No comments:

Post a Comment