বেলা পড়ে এলো, মিছেই দেরি করিস আজ
আলো আঁধারির ছায়ায় লেগে আছে দেখ
কত শত বেলফুলের দিলখুশ মন্তাজ.........
ঘাড়গোঁজা একবগ্গা অভিমান তোর, এ কেমনতরো ?
পুকুরঘাটে সন্ধ্যে গড়ায়, আজও যে ডাকতে এলি না বড় !
তবে কি জলপাইয়ের সাথে মিশে গেলি.........
তবে কি আলটপকা আমায় গেলি ছেড়ে ?
আমার কিন্তু এখনো শুনে ওঠা হয়নি জানিস,
সুলতান খাঁর, আলবেলাআআ...সজন、 আয়ো রি !............
#bengalipoems #poetries
আলো আঁধারির ছায়ায় লেগে আছে দেখ
কত শত বেলফুলের দিলখুশ মন্তাজ.........
ঘাড়গোঁজা একবগ্গা অভিমান তোর, এ কেমনতরো ?
পুকুরঘাটে সন্ধ্যে গড়ায়, আজও যে ডাকতে এলি না বড় !
তবে কি জলপাইয়ের সাথে মিশে গেলি.........
তবে কি আলটপকা আমায় গেলি ছেড়ে ?
আমার কিন্তু এখনো শুনে ওঠা হয়নি জানিস,
সুলতান খাঁর, আলবেলাআআ...সজন、 আয়ো রি !............
![]() |
| ছবি : নিজস্ব |
#bengalipoems #poetries

No comments:
Post a Comment