Wednesday, August 10, 2016

আলাপ

পক্ষান্তরে ভালোবাসারা উহ্য থাকে
আলগা চাউনিতে গড়ে ওঠে পরিচয়
মেঘভাঙা জলে আবেগের ডুবসাঁতার
কাঁচভাঙা হাসিতে মুগ্ধ বিলম্বিত লয়.....

অপরিহার্য থাকে সমস্ত চাওয়া পাওয়া
নদীর স্রোতে আকাশ জেগে রয়......
দীর্ঘ কথার প্রতিচ্ছবি চারিপাশে,
আলাপ জমানো তেমন কঠিন কিছু নয়......

মুখরায় সুর বেঁধে দেয় হৃদমাঝার
বেয়াড়া মুখে ফুটছে কত খই.......
আমার সাথে আলাপ জমাও ভিনদেশী
আমিও তোমার মত রাত্রি জেগে রই......

ছবি : নিজস্ব 


#bengalipoems #lovepoems #romanticpoems

No comments:

Post a Comment