Saturday, September 29, 2018

শারদপ্রাতে

এবার উৎসবের পালা, খানিক বিশ্রামের সময়
মেঘলা চায়ের কাপে যেখানে সন্ধ্যেরাও ঘুমায়
সেখানে বেঁধে নিতে হবে অবকাশের ঘর  
পুরোনো যা কিছু, ঝালিয়ে নেওয়া অতঃপর।

দেরাজে বইয়ের খাঁজে অসমাপ্ত সম্পর্কের ভিড়ে
নিখোঁজ, নিরুদ্দেশ আমার 'তুঙ্গভদ্রার তীরে' 
সেটুকু খুঁজে নেবার অপেক্ষা, আর কিছু নয়
শুনেছি শারদপ্রাতে অজান্তে এমনটাই নাকি হয়।


বিন্যাস : নিজস্ব

















#bengalipoems #Durgapuja #Molat #DebdattaSinha

1 comment: