কত শতাব্দী ধরে আকাশ মিশে গিয়েছে জলে
মেঘ জড়ো করে সোঁদা মাটির ঘ্রাণ নেবে বলে
মরুপ্রান্তর থেকে হিমালয়ের সর্বোচ্চ শিখরে
আরব সাগর হতে সুগভীর পালামৌয়ের জঙ্গলে......
সূর্যতপা দেখেছি তোমায়, একবিংশ শতকের নারী
সূর্যতপা তোমায়, অল্প হলেও কি ভালোবাসতে পারি ?
তমসাবৃত, ছিন্নমুল আমি, সাধারন একজন
অট্টালিকা আকাশকুসুম, স্বল্প আয়, অল্প আয়োজন
আমার উঠোন ঘেরা ঘাসের ওপর বসত করে সুখ
পুকুরডোবা সূর্যালোকে দেখেছি তোমার আবিররাঙা মুখ
সূর্যতপা তুমি নভস্পর্শী, শত নক্ষত্রের সারি..........
সূর্যতপা তোমায়, অণুমাত্র কি ভালোবাসতে পারি ?
#bengalipoetry #bengalipoems #love #romance
মেঘ জড়ো করে সোঁদা মাটির ঘ্রাণ নেবে বলে
মরুপ্রান্তর থেকে হিমালয়ের সর্বোচ্চ শিখরে
আরব সাগর হতে সুগভীর পালামৌয়ের জঙ্গলে......
সূর্যতপা দেখেছি তোমায়, একবিংশ শতকের নারী
সূর্যতপা তোমায়, অল্প হলেও কি ভালোবাসতে পারি ?
তমসাবৃত, ছিন্নমুল আমি, সাধারন একজন
অট্টালিকা আকাশকুসুম, স্বল্প আয়, অল্প আয়োজন
আমার উঠোন ঘেরা ঘাসের ওপর বসত করে সুখ
পুকুরডোবা সূর্যালোকে দেখেছি তোমার আবিররাঙা মুখ
সূর্যতপা তুমি নভস্পর্শী, শত নক্ষত্রের সারি..........
সূর্যতপা তোমায়, অণুমাত্র কি ভালোবাসতে পারি ?
![]() |
| ছবি : গুগল |

No comments:
Post a Comment