বসন্ত আজ দিয়েছে ডাক
কলরবে সব তফাত যাক
চল, আঁকাবাকা ওই পথের গলিতে ভিড় হয়ে যাই
হুল্লোড়ে আজ উঠুক তুফান
তোর আর আমার স্বপ্নের গান
গেয়ে যাব তবু ক্লান্ত যতই হোক না সবাই
চল, ফাগুন ওড়াই দুহাত দিয়ে
একতারাতে গান শুনিয়ে
তুষের আগুন জ্বলবে সেথায় নির্নিমেষ
রঙের খেলায় মাতব যত
রঙিন হবে হৃদয় তত
দোলের দিনে তোর্ সাথে হব নিরুদ্দেশ..............
#bengalipoems #poetries #love #romance #dolyatra #holi #basantautsav
কলরবে সব তফাত যাক
চল, আঁকাবাকা ওই পথের গলিতে ভিড় হয়ে যাই
হুল্লোড়ে আজ উঠুক তুফান
তোর আর আমার স্বপ্নের গান
গেয়ে যাব তবু ক্লান্ত যতই হোক না সবাই
চল, ফাগুন ওড়াই দুহাত দিয়ে
একতারাতে গান শুনিয়ে
তুষের আগুন জ্বলবে সেথায় নির্নিমেষ
রঙের খেলায় মাতব যত
রঙিন হবে হৃদয় তত
দোলের দিনে তোর্ সাথে হব নিরুদ্দেশ..............
![]() |
| ছবি : 'রামলীলা' পোস্টারের সৌজন্যে |
#bengalipoems #poetries #love #romance #dolyatra #holi #basantautsav

No comments:
Post a Comment