পয়লাবার যেদিন আমি স্কুলে
দুচোখ জুড়ে স্বপ্ন লাগার ঘোর
একলা থাকার অভ্যাসটা ভুলে
প্রথম পাওয়া বৈশাখী এক ভোর।
পয়লাবার স্বাদ বসলো মুখে
হজমিগুলি বিটনুন সব কালো
মেঘলা দুপুর বিকেল আলোর সুখে
হাফপ্যান্টে কাটছিলো দিন ভালো।
পয়লাবার বৃষ্টিশহর বুক
ট্রামলাইন আর সিনেমা নাটক ভিড়
প্রথম দেখায় তুমি আমি চুপ
কালবৈশাখী সন্ধ্যারাগের মীড়।
পয়লাবার বিরহ বিষম জ্বালা
আটপৌড়ে নালিশ বাজে কানে
ছন্নছাড়া পায়ের মেপে চলা
রূপকথারা বিষাদ ডেকে আনে।
পয়লাবার পাশ ফিরল মন
বসন্তগানে কোকিল বসে দূর
শাস্ত্রমতে অমল আয়োজন
সাতপাকেতে সানাই সোহাগ সুর।
পয়লাবার পিতৃধর্ম পালন
স্কুল, কাছারি, সংসার, ডালভাত
নিয়মবাঁধা রুলটানা ক্ষণযাপন
পাহাড়, সমূদ্র, কদাচিৎ দৈবাৎ।
পয়লাবার স্পষ্ট দেখছি আজ
বার্ধক্যের ঝাপসা ঘরের কোন
অতীত ঘেঁষা মুহূর্ত কোলাজ
একলা থাকার বৈশাখী স্পন্দন।
শহর, বাড়ি, জ্যোৎস্না ভরা রাত
নির্ঘুমজ্বর আঁকড়ে ধরে সব
পয়লাবার সুযোগ ছোঁয় হাত
পিছুটানের শৈশব কলরব।
#poilabaisakh #bengalinewyear #bengali #bengalipoems #poetries
দুচোখ জুড়ে স্বপ্ন লাগার ঘোর
একলা থাকার অভ্যাসটা ভুলে
প্রথম পাওয়া বৈশাখী এক ভোর।
পয়লাবার স্বাদ বসলো মুখে
হজমিগুলি বিটনুন সব কালো
মেঘলা দুপুর বিকেল আলোর সুখে
হাফপ্যান্টে কাটছিলো দিন ভালো।
পয়লাবার বৃষ্টিশহর বুক
ট্রামলাইন আর সিনেমা নাটক ভিড়
প্রথম দেখায় তুমি আমি চুপ
কালবৈশাখী সন্ধ্যারাগের মীড়।
পয়লাবার বিরহ বিষম জ্বালা
আটপৌড়ে নালিশ বাজে কানে
ছন্নছাড়া পায়ের মেপে চলা
রূপকথারা বিষাদ ডেকে আনে।
পয়লাবার পাশ ফিরল মন
বসন্তগানে কোকিল বসে দূর
শাস্ত্রমতে অমল আয়োজন
সাতপাকেতে সানাই সোহাগ সুর।
পয়লাবার পিতৃধর্ম পালন
স্কুল, কাছারি, সংসার, ডালভাত
নিয়মবাঁধা রুলটানা ক্ষণযাপন
পাহাড়, সমূদ্র, কদাচিৎ দৈবাৎ।
পয়লাবার স্পষ্ট দেখছি আজ
বার্ধক্যের ঝাপসা ঘরের কোন
অতীত ঘেঁষা মুহূর্ত কোলাজ
একলা থাকার বৈশাখী স্পন্দন।
শহর, বাড়ি, জ্যোৎস্না ভরা রাত
নির্ঘুমজ্বর আঁকড়ে ধরে সব
পয়লাবার সুযোগ ছোঁয় হাত
![]() |
| চিত্রবিন্যাস : নিজস্ব |

No comments:
Post a Comment