তোমার চোখে বিষের আগুন
তীব্র দহন জ্বালো
এড়িয়ে যাবে কার সে সাহস
সর্বনাশের কালো
স্পর্শে বাতাস তপ্ত তোমার
উষ্ণ আবেগ মেশে
যেমন করে রাত্রি নেভায়
স্বর্ণাভ ভোর এসে
তেমন করে দাও কথা দাও
পুড়িয়ে দেবে তুমি
আগুন যতই বিষাক্ত হোক
পতঙ্গ হব আমি
 |
| বিন্যাস : নিজস্ব |
#bengalipoems #darkpoem #poetry #love #romance
No comments:
Post a Comment