Tuesday, March 28, 2017

দহন

তোমার চোখে বিষের আগুন
       তীব্র দহন জ্বালো
এড়িয়ে যাবে কার সে সাহস
        সর্বনাশের কালো

স্পর্শে বাতাস তপ্ত তোমার
   উষ্ণ আবেগ মেশে
যেমন করে রাত্রি নেভায়
     স্বর্ণাভ ভোর এসে

তেমন করে দাও কথা দাও
    পুড়িয়ে দেবে তুমি
আগুন যতই বিষাক্ত হোক
     পতঙ্গ হব আমি

বিন্যাস : নিজস্ব 






















#bengalipoems #darkpoem #poetry #love #romance


No comments:

Post a Comment