আমার দেখা এই শহরের জলপাহাড়ি মুখ
আমার যত খেয়ালখুশি পালিয়ে বাঁচার সুখ
অস্থির মন আকাশ ঝড়ে উড়ছে অনুভব
এমন সময় ঘরের বাঁধন নেহাত অসম্ভব।
বসত তবে ছাড়তে পারি পরান যাযাবর
দুঃসাহসের ইচ্ছে ডানা মুক্ত হৃদয়ঘর।
সাগর মরু পেরিয়ে যাব দূরের থেকেও দূরে
চিনুক শহর ভিন্ন নামে, নির্জন ভবঘুরে....
 |
| ছবি: নিজস্ব |
No comments:
Post a Comment