Tuesday, April 17, 2018

ভবঘুরে

আমার দেখা এই শহরের জলপাহাড়ি মুখ
আমার যত খেয়ালখুশি পালিয়ে বাঁচার সুখ
অস্থির মন আকাশ ঝড়ে উড়ছে অনুভব
এমন সময় ঘরের বাঁধন নেহাত অসম্ভব।

বসত তবে ছাড়তে পারি পরান যাযাবর
দুঃসাহসের ইচ্ছে ডানা মুক্ত হৃদয়ঘর।
সাগর মরু পেরিয়ে যাব দূরের থেকেও দূরে
চিনুক শহর ভিন্ন নামে, নির্জন ভবঘুরে....
ছবি: নিজস্ব

No comments:

Post a Comment