নীরবে মেঘ আসে..... আমার মনের আকাশে
নিভৃতে গোপনে পায়ে পায়ে... বিস্তীর্ণ মন্থর নিস্তব্ধতায়
সে এসে বলে, "তোমায় বৃষ্টি দিলাম......
আর বদলে একখানি চিঠি লিখো,
যেমন করে আগে লিখতে আমায়
তাতে কি বা আসে যায় !
হোক না সে চিঠি বড় বা ছোট....হোক না সে কবিতার মত
তবু লিখো তোমার কথা..... আমাদের সময় "......
নীরবে নিভৃতে বারে বারে.......মেঘ আসে যায়.....
![]() |
| ছবি : নিজস্ব |
#bengalishortpoems

No comments:
Post a Comment