Friday, June 3, 2016

ঘুম আসছে

আজ পদ্মপাতায় পদ্য লিখব
শব্দেরা জ্বলজ্বল করবে মুক্তোর মতো
সেইখানে রেখে যাবো অনুস্বর বিসর্গের মাত্রা
যা আগে দেয়নি কেউ, যা আগে লেখা হয়নি কখনো
কারণ, আজ যে বৃষ্টি পড়বে।

জলের ছায়ায় দেখে নেব শঙ্খচিলের শেষ প্রতিচ্ছবি
গড়িয়ে পড়ে যাবার আগে ছুঁয়ে যাব মেঘের ধূসর
কতক্ষন বিন্দু হয়ে থাকতে পারবো জানি না
মৌমাছির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ব হঠাৎ
কারণ, আজ যে বৃষ্টি পড়বে।

ছবি : নিজস্ব 
















#bengalipoems

No comments:

Post a Comment