Friday, June 10, 2016

জষ্ঠি মাসের ষষ্ঠী পুজো

শ্বশুর মশাই ফোন করেছেন, মধুর পরোয়ানা
জামাইবাবু বেজায় খুশি, আহ্লাদে আটখানা
ইলিশ চিকেন, চিংড়ি মাটন, আছে আরো কতই
মানুষটা কি যেমন তেমন? জামাই ছেলের মতই !

অর্ডার দিয়ে স্পেশাল করে, গোলাপজামের হাঁড়ি
দিলখুশ আর দইও সাথে, কেমন করে ছাড়ি ?
শালা শালী কাকা মেসো, নানা রকম লোক
শপিং ব্যাগে বাড়তে থাকে, মানি ব্যাগের শোক !

গিন্নির আবার স্পেশাল হুকুম,কোয়ালিটিটাই নিও
বাপের ঘরে মুখটা রেখো, কোয়ানটিটি তেও দিও
গলদঘর্ম রোদের তাপে, শরীর নাজেহাল.........
ট্রামে বাসে ছোটাছুটি, ধুতি বেসামাল !!

শাঁখ বাজিয়ে উলু দিও, পুড়ছে শহর জ্বরে
জষ্ঠি মাসের ষষ্ঠী পুজো, জামাই এলো ঘরে
পাঁজির মতে পঞ্চ রীতি, উদর জুড়ে চাপ
গ্রামবাংলার ঘরের ছেলে, জামাই লাজবাব !!!!


ছবি : গুগল 


















#bengalishortpoems #jamaishasthi #funpoems

No comments:

Post a Comment