Saturday, June 4, 2016

আর কেউ না

ঝরাপাতার দিনগুলো সব
বর্ষা ডেকে আনে
নির্ভেজাল সত্যিগুলো
হৃদয় শুধু জানে...........আর কেউ না !

কবর খুঁড়ে বের করে দিই
তপ্ত বিষম জ্বালা
ইতিহাসরা খুলতে জানে
বর্তমানের তালা ........আর কেউ না।

বন্ধু ছিল, স্বপ্ন ছিল
সাজানো চিত্রপটে
পরিচিত মানুষ যারা
এখন অপিরিচিত বটে.....আর কেউ না।

ছবি : নিজস্ব 




















#bengalipoems

No comments:

Post a Comment