ঝরাপাতার দিনগুলো সব
বর্ষা ডেকে আনে
নির্ভেজাল সত্যিগুলো
হৃদয় শুধু জানে...........আর কেউ না !
কবর খুঁড়ে বের করে দিই
তপ্ত বিষম জ্বালা
ইতিহাসরা খুলতে জানে
বর্তমানের তালা ........আর কেউ না।
বন্ধু ছিল, স্বপ্ন ছিল
সাজানো চিত্রপটে
পরিচিত মানুষ যারা
এখন অপিরিচিত বটে.....আর কেউ না।
 |
| ছবি : নিজস্ব |
#bengalipoems
No comments:
Post a Comment