![]() |
| ছবি : নিজস্ব |
স্বপ্নে কাটুক দিনগুলো সব, রাত্রি কথার ফাঁকে
শেষের কথায় ছিল শুরু, শুরুর থাকুক রেশ
এমন করেই চলুক না হয়, এমনটাই তো বেশ....
ঘুম ভেঙ্গে যাক অন্ধকারে, জ্যোৎস্না গড়াক এসে
আলগা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যাক ঠুনকো কথার শেষে
শেষ আকাশে চিবুক ছুঁয়ে বর্ষা আসুক নেমে
খুনসুটিতে পথ চলা হোক একটুকু না থেমে......
হৃদয় জুড়ে সময় ছোটে, সোনার থেকেও খাঁটি
বার্ষিকীতে লেপ্টে থাকুক নতুন ধুলো মাটি।
#bengalishortpoems #marriageanniversarypoems

No comments:
Post a Comment