সিঁড়িঘর দিয়ে কার্নিস ঘেঁষা পুরনো বাড়ির ছাত
নাছোড়বান্দা ছুঁয়ে গেছি কত নিভে যাওয়া মৌতাত
আড়াল করে দাঁড়িয়ে তুমি উল্টো ছাতে আমি
পশম জড়ানো মুহূর্তরা জোনাকির মত দামী
সময় বাড়ন্ত ঘড়ির কাঁটায় ইস্টিশনের হাওয়া
লুকোনো আবেগ ছুঁড়ে ফেলে তোমার নির্বাক চলে যাওয়া
এখন বেঁচে ছাতের ঘরে বেচাল স্মৃতিই শুধু
রোজগেরে আমি হয়েছি এখন, তুমি কোনো এক গৃহবধু।
নাছোড়বান্দা ছুঁয়ে গেছি কত নিভে যাওয়া মৌতাত
আড়াল করে দাঁড়িয়ে তুমি উল্টো ছাতে আমি
পশম জড়ানো মুহূর্তরা জোনাকির মত দামী
সময় বাড়ন্ত ঘড়ির কাঁটায় ইস্টিশনের হাওয়া
লুকোনো আবেগ ছুঁড়ে ফেলে তোমার নির্বাক চলে যাওয়া
এখন বেঁচে ছাতের ঘরে বেচাল স্মৃতিই শুধু
রোজগেরে আমি হয়েছি এখন, তুমি কোনো এক গৃহবধু।
![]() |
| ছবি : নিজস্ব |
#bengalishortpoems #bengalisadpoems #romanticpoems

ভাল লাগল
ReplyDeleteধন্যবাদ
Delete