Thursday, October 6, 2016

লোগো

তৃতীয়া থেকেই লোকজন নাওয়া খাওয়া ভুলে যেরকম মণ্ডপে মণ্ডপে পিলপিল করে জড়ো হতে শুরু করেচে, তাতে করে পুজোর বাকি দিনগুলোতে যে নাভিশ্বাস ওঠার জোগাড় হবে এটা আন্দাজ করতে কোনো গ্রহ নক্ষত্রের ছক লাগবে না এ আমি নিশ্চিত। যে রাস্তা অতিক্রম করতে আধঘন্টার বেশি লাগতো না সেই রাস্তায় ঠায় দাঁড়িয়ে, গোঁফ দাড়ি না গজানো অবধি পেরোনো দুস্কর হচ্ছে। এই আনন্দোৎসবে যখন সব্বাই ফুরফুরে স্নো পাউডারে সেজে উঠছে তখন আমিও ভাবলুম আমার মলাটকেও একটা নতুন জামা পরিয়ে দেখি কেমন হয়। হাজার হোক পুজো বলে কতা, সামান্য কিছু না দিলে রাতবিরেতে যদি জ্বালাতন করে মারে ? তাই ওরেও দিলুম একখান টেকসই কভার। মলাটেরও আবার মলাট ! কি আজগুবি ব্যাপার কত্তা ! কেউ কেউ মনে মনে ভাবছেন, 'বলিহারি বাপু, কালে কালে আরও কত কি যে দেখবো'। বিশ্বাস করুন, দিব্বি গেলে বলছি, আমিও অমনটা শুনিনি আগে। সে যাইহোক, দেখতে দেখতে মাস পাঁচেকেই এই আজগুবি গপ্পের সংখ্যা এখন ১৮ হয়েচে, খান ১৯ কবিতা, ১০ টা অনুপদ্য আর ৮টা প্রবন্ধ নিয়ে মলাটের গাড়ি এখন দিব্যি গড়গড়িয়ে চলচে। ব্লগ ভিউয়ের সংখ্যাও প্রায় ছ হাজার ছুঁই ছুঁই করচে। আহ্লাদে হামাগুড়ি দেওয়ার মতো না হলেও মন্দ নয়, কি বলুন ! তাই আগাপাশতলা চিন্তা করে ভাবলুম একটা জুতসই লোগো তৈরী করি বরং, যার মধ্যে ব্লগের চারিত্রিক বৈশিষ্ট ও সর্বোপরি বাঙালীয়ানাটা শোভা পাবে।      

একটা গান মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে। 'দুনিয়া মে লোগো কো ধোঁকা কভি হো যাতা হ্যায়'.........
আর ঠিক এই কারণেই যাতে ধোঁকার ডালনা দিয়ে ভাত না খেতে হয় তাই এই লোগোর আবির্ভাব। যদ্দুর মনে হয় 'মলাট' নামে কোনো বাংলা ব্লগ নেই, তবু সাবধানের মার্ এড়িয়ে ব্রাউন পেপারের মোড়কে লোগোতে যে শুঁড় পেঁচানোর আদিখ্যেতাটি করেছি তা একরকম বাধ্য হয়েই, কতকটা এক শিল্পী বন্ধুর চাপে। এরকমটা না করলে নাকি লেখার সাথে ঠিক খাপ খাবে না ব্লগের বিন্যাস। একরকম প্রায় জোর করেই মলাটের জামাটা বানিয়ে ছাড়লে। অগত্যা তৈরী হলো ব্লগের বাদামী ব্যঞ্জনা। কাঁপা কাঁপা হাতে গোটা আর্টওয়ার্কটা বানালেও, মূলভাবনায় সূক্ষ্ম তুলির যে শেষ টানটা দিয়েছে প্রিয়ম এটা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই। আর তাই প্রিয়মের সৃজনশীলতাকে ধন্যবাদ ও কুর্নিশ। বাকি, নতুন কাঠামোয় 'মলাট' কেমন লাগছে জানাবেন। আপনাদের  মতামতের অপেক্ষায় রইলাম।
আর..................শুভ শারদীয়া।

মূলভাবনা : প্রিয়ম বিশ্বাস
অলংকরণ : নিজস্ব      


#bengaliarticles #logo #bengaliwriteups

No comments:

Post a Comment