টুকরো কথার মেঘ জমেছে মনে
ডুবছে আকাশ জানলা ভাঙার কাঁচে,
সোহাগ চিঠি যত্নে দেরাজ কোণে
বুকের মধ্যে কালবৈশাখ বাঁচে।
তেমন করে কোথাও তুমি নেই
যেমন করে থাকতে তুমি কাছে,
ঘুলঘুলিতে চড়াই এলো যেই
নিষেধ মানার নিয়ম দিলে মুছে।
তোমার নামে এখন বিকেল গড়ায়
কুলফি বরফ ডাক দিয়ে যায় গলি
তেঁতুল আচার গন্ধ বয়ে বেড়ায়
শেষের তোমার গল্প কাকে বলি ?
দেরি হলেও সময় হয়ে এসো
ঘড়ির কাঁটায় আলগা কিছুক্ষন,
আমার প্রাপ্যটুকুই ভালোবেসো
কালবৈশাখে তোমায় প্রয়োজন।
