পুরোনো দিন যত্নে রাখা দায়
পুরোনো জরা আসবাবের মতো,
কি করে তাদের সাজাব বিদায়
আমি জানি আমিও নই অক্ষত।
জোনাকির আলো জ্বেলেছিল যারা
নাবিকের পাল পুড়েছিল হাওয়ায়,
তাদের এখন সঙ্গী ধ্রুবতারা
নিঃশব্দে আকাশ ছুঁতে চায়।
সহজ অতই ভেসে যাওয়া নাকি
মুখ তুলে শত অভিমানও শুনো,
আমার পাথর হয়ে থাকাটাই সাবেকী
কিছু কবিতা জমে আছে এখনো।
ছন্দে ফেরা সময়ের হাতে বাঁধা
কত গ্রীষ্ম কত পার হয়ে যাবে শীত,
বাক্সের ভাঁজে পুরোনো নকশিকাঁথা
শান্তিতে থাক তোমার আমার অতীত।
#bengalipoem #bengaliquotes #bengalipoetry #banglakobita #kolkata #bengali #banglaquotes #bengaliquote #bong #kolkatagram #bangladeshi #bengaliwriters #banglagram #westbengal #banglapoetry #poem