Friday, July 10, 2020

অনুপদ্য - ২৩

রুদ্ধ দ্বার, অনন্ত সময়ের ঘর 
ছিন্ন বিকেল, পড়ে থাকুক অতঃপর 
যতটুকু ব্যয় ছিল, তারও কম সঞ্চয় 
অবকাশ যাপন, সুপ্ত স্বল্প ভয় 

দেখাই যাক না কি হয়......

কোথাকার জল কোথায় গিয়ে মেশে 
বিপরীত প্রান্তর যদিও বেজায় সর্বনেশে 
দুর্ণিবার ঝড়ে যেখানে গোটা দেশ মরে 
সেখানে আরও কটা দিন লাগুক নাহয় 

দেখাই যাক না কি হয় !


 















ছবি : নিজস্ব 

#bengalishortpoems #molat #debdattasinha #lockdownpoems