Saturday, October 6, 2018

সাপ্তাহিকী ৩৮ # বিবাহ বিভ্রাট

কৈলাশ। ভাদ্র মাসের সকাল। বেলা দশটার আশেপাশে। একটা অস্ফুট কান্নার চাপা আওয়াজ ভেসে আসছে যেন । দেখা গেল মহিষাসুর অত্যন্ত মনোযোগ সহকারে একটা শিলনোড়া দিয়ে পোস্ত বাটছে। আর মাঝে মাঝেই বাঁ হাত দিয়ে আলতো করে চোখ মুছে নিচ্ছে। পাশ দিয়ে লুচির থালা নিয়ে পার্বতী হেঁটে যাচ্ছিলেন দেবাদিদেবকে খাওয়াবেন বলে। এমন সময় কান্নার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালেন। ভালো করে নিরীক্ষণ করে দেখলেন মহিষাসুরকে, তারপর বললেন......

পার্বতী : কি ব্যাপার রে ? এই সাতসকালে পোগোর মোষের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছিস কেন ? কিছু হয়েছে ?

মহিষাসুর করুন মুখে ঘুরে তাকাল । চোখের জলে সাধের পাকানো গোঁফটা পর্যন্ত ভিজে জবজব করছে। পার্বতীর দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়াল । অর্থাৎ কিচ্ছু হয় নি।


পার্বতী : (বিরক্ত হয়ে) তাহলে কাঁদছিস যে বড় ?...….ওহ ! কুসুমদোলা দেখেছিস বুঝি ?

মহিষাসুর সেকথাতেও দুদিকে ঘাড় নাড়াল।  

পার্বতী : (আতঙ্কিত হয়ে) তবে কি ডাস্টিং করতে গিয়ে কাঁচের ফুলদানিটা ভাঙলি ?
মহিষাসুর : (করুণসুরে) না, তা নয়…
পার্বতী : (গম্ভীর গলায়) বাবা কি কিছু বলেছে ? আমি কিন্তু জানি, ইদানিং তুমি বাবার সাথে লুকিয়ে লুকিয়ে গাঁজা ভাঙ ধরেছ। রোজ সন্ধ্যেয় ওই পিপুল গাছের আড়ালে তোমাদের আড্ডা বসে।
মহিষাসুর : (কাঁদো কাঁদো হয়ে) না মা, সেসব নয়…..
পার্বতী : (ভীষণ রেগে গিয়ে) তবে কি আসল কথাটা বলবি, নাকি উঠোনের মুড়ো ঝ্যাঁটাটা দিয়ে আচ্ছা করে ঘা কতক দেব ?

একথায় মহিষাসুর প্রায় ডুকরে কেঁদে উঠল।

পার্বতী : (মেগা বিরক্ত হয়ে) এতো আচ্ছা ঝামেলা হল দেখছি.....
শিব : (ত্রিশূল নিয়ে যোগাসন করতে করতে) কৈ গো ! লুচি আনতে যে রাত কাবার করে দিলে। পেট তো জ্বলে যাচ্ছে।
পার্বতী : এদিকে আমার গা জ্বলে যাচ্ছে। সকাল সকাল মহিষটা কেমন মরা কান্না জুড়েছে দ্যাখো।
শিব : (চোখ মুখ কচ্লে মহিষাসুরের দিকে তাকিয়ে) কি আশ্চর্য ! তুই কাঁদছিস কেন !! নাহয় কাল একটু বেশিই হয়ে গেছিল। তাই বলে সামান্য হ্যাংওভারও যদি সকালবেলাতে কাটিয়ে না উঠতে পারিস, তাহলে আজ থেকে আর পিপুলের পিছনে আসিস না বাপু। লোকের কাছে মান থাকে না আমার।
মহিষাসুর : আঃ, কি আবোল তাবোল বকছেন মাইরি ! বলছি তো সেসব কিছু নয়।
শিব : তবে কি ডান্স বাংলা ডান্সে সিলেকশন হয়নি বলে মন খারাপ ? আমি আগেই বলেছিলুম ওসব তোর কম্ম নয়। আমার কাছে ট্রেনিংটা পর্যন্ত নিলি না ঠিক করে।
মহিষাসুর : (কান্না থামিয়ে) নিকুচি করেছে...... (তারপর জোর গলায়) এবার পুজোয় আমি মর্ত্যে যাব না।

এই শুনে পার্বতী তাড়াতাড়ি লুচির থালাটা শিবের হাতে চালান করে দিয়ে কোমরে দুহাত রেখে দাঁড়ালেন।


পার্বতী : (অত্যন্ত রেগে) তার মানে ?
মহিষাসুর : (মিন মিন করে) মানে আমি ঠিক করেছি আমি যাব না।
পার্বতী : একি ইয়ার্কি হচ্ছে !! সমস্ত জায়গায় প্যান্ডেল বাঁধা হয়ে গেছে, চতুর্দিকে নীলসাদা রং হয়ে গেছে, পুজো কমিটিদের কোটি টাকা দেওয়া হয়ে গেছে, মহালয়ার প্রোমো পর্যন্ত চলছে, আর এখন বলছিস যাব না !
মহিষাসুর : (মাথা নিচু করে) না, এবারটা আমায় ছেড়ে দিন…..
শিব: (শান্ত হয়ে লুচি চিবোতে চিবোতে) আঃ ছেড়ে দাও না, যেতে যখন চাইছে না তখন খামোখা টানাটানি করে লাভ কি ? নাহয় আমার সাথেই থাকল ওই ক'দিন।
পার্বতী : (ক্ষিপ্তস্বরে) হুঁহ, ওকে তোমার কাছে ছেড়ে দিয়ে যাই আর সকলে মিলে এখানে মোচ্ছবের মহল্লা তৈরী করো। ওটি হচ্ছে না। (তারপর মহিষাসুরের দিকে তাকিয়ে) অ্যাই ন্যাশনাল জিওগ্রাফির রিজেক্টেড মোষ ! আসল কারণটা বল এক্ষুনি, নাহলে তোকে যেকোনো একটা ব্রিজের নিচে বেঁধে রেখে আসব, এই বলে দিলুম।

সকলে উৎসুক নেত্রে মহিষাসুরের দিকে তাকিয়ে রইলেন। নন্দী, ভৃঙ্গী, গণেশ, কার্ত্তিক সকলে মজা দেখবে বলে পায়ে পায়ে এসে জড় হল সামনে। শিবের তৃতীয় নয়ন পর্যন্ত খুলে গিয়ে ড্যাবড্যাব করে চেয়ে রইল। মহিষাসুর কতকটা কাঁচুমাচু হয়ে মুখ খুলল অবশেষে। 

মহিষাসুর : (খানিক লজ্জা পেয়ে, আমতা আমতা করে) ইয়ে, মানে... আমি বিয়ে করব…..

কৈলাশে যেন বাজে পড়ল তৎক্ষণাৎ। শিবের মুখ থেকে লুচির টুকরো খসে পড়ল মাটিতে। পার্বতী প্রকাণ্ড একটা হাঁ করে রইলেন। সকলে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইলেন একঠায়। এমন আজব, অস্বাভাবিক কথায় কারোর মুখে রা পর্যন্ত সরল না। কি বলবেন, কি করবেন, কেউ বুঝেই উঠতে পারলেন না। মধ্যিখান থেকে গনেশ আর কার্ত্তিক  'মামা বিয়ে করবে, মামা বিয়ে করবে' বলে হর্ষধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুললে একেবারে। আকস্মিক সংবাদের প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠলেন পার্বতী।

পার্বতী : (গলা খাঁকরে) তুই যা বলছিস, ভেবে বলছিস তো ?
মহিষাসুর : (আরও খানিকটা লজ্জা পেয়ে) হ্যাঁ.... আমি বিয়ে করব…..
পার্বতী : তোকে ঠাস করে এক চড় মারব.......... উটপাখির এরোপ্লেন হওয়ার শখ ! বাথরুম সিঙ্গার নাকি কোক ষ্টুডিও যাবে ! বুড়ো বয়েসে ভীমরতি ?
শিব : (মোলায়েম স্বরে) আহা, ওকে অত তড়পাচ্ছ কেন ? বেচারা বিয়েই তো করবে বলেছে, রোহিঙ্গা তাড়াবে তো আর বলেনি।
পার্বতী : ওহ ! বেচারা ? মাইনরিটি সেকশন ? রোজ সকালে, তোমার ব্লাড সুগারের জন্য কচি নিমপাতা কি নিজে থেঁতো করবে ভাবছ ? তাছাড়া সারা সপ্তাহের বাজার, দোকানের জিনিসপত্র, মাস গেলে আমার মোবাইলের রিচার্জ, সংসারের আরও যাবতীয় খুঁটিনাটি  এসব কে করবে শুনি.......তুমি ?
শিব : আহা ! এসব তো আর ও একা করে না, নন্দীরাও তো হেল্প করে, নাকি ?
পার্বতী : হেল্প !! কে কি করে জানা আছে তোমার ? খোঁজ রাখো কিছুর ? যবে থেকে ওয়ার্ল্ড যোগা ডে চালু হয়েছে তবে থেকে পাড়ার দেবদেবীদের নিয়ে তোমার ব্যাচের পর ব্যাচ যোগা ট্রেনিং চলে। আর সন্ধ্যে হলেই পিপুল গাছের পিছনে চলে যাওয়া। এই তো তোমার রুটিন। ছেলেমেয়েগুলোকে একটু টিউশন থেকে নিয়েও তো আসতে পারো।
শিব : এই দ্যাখো, কোথাকার কথা কোথায় নিয়ে চলে যাচ্ছে.....

এমন সময় কানে হেডফোন লাগিয়ে নারদমুনির প্রবেশ। ইনফাইনাইট লুপে 'নারায়ণ নারায়ণ' ছাড়াও ইদানিং 'দিল দিয়া গল্লা' গানটা খুব শুনছেন। গানের পজ বাটনটা টিপে, হেডফোন খুলে সামনের দিকে মুখ তুলে তাকালেন।

নারদ : (পার্বতীর দিকে তাকিয়ে) পেন্নাম হই জগজ্জননী......(শিবের দিকে তাকিয়ে) জয় মহাদেবের জয় !

সকাল সকাল নারদের এমন অনাহূত আগমনে শিব ভারী বিরক্ত হলেন। একটা লুচি মুখে চালান করে দিয়ে বিড়বিড় করতে লাগলেন...…

শিব : ওই এল ! এক নম্বরের বিসি.....
নারদ : আজ্ঞে , কিছু বললেন মহাদেব ?
শিব : (শশব্যস্ত হয়ে), কই, কিছু না তো !
নারদ : আমার মনে হল আপনি বোধহয় আমাকে কাঁচা ভাষায় কিছু একটা বললেন।
শিব : (অমায়িক হেসে) ও কিছু নয় রে পাগলা, ও কিছু নয়। আমি বলছিলাম তুমি হলে কিনা স্বর্গের ব্রডকাস্টিং চ্যানেল অর্থাৎ বিসি । হেঁ হেঁ হেঁ......তুমি চাপ নিও না নাড়ু। তা আজ, এদিকে ? কি মনে করে ?
নারদ : না আমি তো আসলে দিল দিয়া শুনতে শুনতে (পরক্ষনেই সামলে নিয়ে) আই মিন এ দিক দিয়েই যাচ্ছিলাম, এমন সময় হট্টগোল শুনে থমকে দাঁড়ালাম, ভাবলাম কৈলাসে আবার কোন কেলেঙ্কারি হল, দেখে যাই।
শিব : ("শশালা….বা…....")  (গলা খাঁকরে) তা বেশ করেছ……..লুচি খাবে ?


শিব লুচির থালাটা বাড়িয়ে দেন সামনে।

নারদ : (শিবের মনের কথাটা খানিক আঁচ করে) আজ্ঞে না, আপনি চিবোন....... (তারপর পার্বতীর দিকে তাকিয়ে).....কি হয়েছে মা, এখানে এত চেঁচামেচি কিসের ?

গনেশ : (ফিচেল হাসি দিয়ে) মামা বলছে বিয়ে করবে.....
কার্ত্তিক : আর আমি নিতবর হব........
নারদ : (অত্যাশ্চর্য হয়ে) বলিস কি !!!
পার্বতী :  কি আর বলব রে নাড়ু, এসব হচ্ছে বাংলা সিরিয়াল দেখার ফল। যথেচ্ছ বিয়ে আর পরকীয়া দেখে মহিষের মাথাটা গুবলেট হয়ে গেছে একেবারে। বলছে মর্ত্যে যাবে না, বিয়ে করবে। এই লাস্ট মোমেন্টে এসব হ্যাপা কি পোষায় বল দিকি !
নারদ : (গম্ভীর হয়ে) কঠিন সমস্যা মা….. আপনার কথাও ঠিক আবার দেখতে গেলে মহিষেরও একটা ন্যায্য দাবি আছে। কোনোটাই ফেলে দেবার নয়। আমার মনে হয় এই সময় একমাত্র যিনি হেল্প করতে পারেন, তিনি হলেন পরম কল্যাণময় স্বয়ং নারায়ণ।
শিব : (মনে মনে) ব্যাস ! একা নরেন রক্ষে নেই, রাহুল দোসর......
পার্বতী : (চিন্তান্বিত হয়ে) বলছিস ! উনি পারবেন ?
নারদ : হেঁ হেঁ,... কি যে বলেন মা ! উনি পারেন না বিশ্বসংসারে এমন কাজ কই !
শিব : (তির্যক ভাবে) হ্যাঁ ! সে আর বলতে ……(পরক্ষনেই গলা খাঁকরে) তবে ওনার কি সময় হবে ?
নারদ : আজ্ঞে হ্যাঁ, এই সময়টা তো উনি ফেসবুকে 'পপুলার বেঙ্গলি জোকস' পড়েন। সকলে মিলে স্মরণ করুন, এক্ষুনি আবির্ভূত হবেন।

একথায় সকলে মিলে হাতজোড় করে নারায়ণ স্তব করতে লাগলেন। যথাসময়ে তেজদীপ্ত আলোকরশ্মির মধ্যে দিয়ে সাদা শার্ট আর জিন্স পরিহিত চতুর্ভূজ, কমলকান্তি শ্রীবিষ্ণু প্রকট হলেন স্বমহিমায়। সকলেই নতজানু হয়ে শ্রীবিষ্ণুর অভ্যর্থনা করলেন।  এমন সময় ……..

নন্দী : (আর্তনাদ করে) ওরে বাবারে, ওরে দাদারে, লাগছে লাগছে ...…..

সবাই মিলে ভ্যাবাচ্যাকা খেয়ে সবিস্ময়ে নন্দীর দিকে ঘুরে তাকালেন। নারায়ণও ভারী বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নন্দীকে দেখলেন।

নন্দী : (নারায়ণের দিকে তাকিয়ে) আঃ ! পা'টা ছাড়ুন মাইরি, ছাড়ুন প্লিজ। ডানদিক বাঁদিক না তাকিয়ে একেবারে সোজা আমার পায়ের উপর এসে প্রকট হলেন যে বড় ! কি ভেবে ? হ্যাঁ ??

নারায়ণ ব্যাপারটা আঁচ করে তড়াক করে লাফ দিয়ে পাশে সরে দাঁড়ালেন।

নারায়ণ : (জিভ কেটে) ইসসস্স, একদম দেখতে পায়নি না রে ভাইপো। আসলে আমার জিপিএসটা ক'দিন ধরে খুব গোলমাল করছে। ল্যাটিচিউড লঙ্গিচিউড মোটে মিলছে না। এই তো কদিন আগে ভোরভোর একটু ঝিলের ধারে জগিং করতে যাব বলে চোখ বুজে জিপিএসটা অন করলুম । চোখ খুলে দেখি যমপত্নীর কোলে শুয়ে আছি। কি লজ্জা কি লজ্জা !.......

পার্বতী : সে যাগ্গে। এদিকে শুনেছ তো কেমন গণ্ডগোল শুরু হয়েছে। কি করবে এবার দ্যাখো, আমরা তো আর ওকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না বাপু।
নারায়ণ : হ্যাঁ মা।  আমার অজ্ঞাত কিছুই নেই। আপনি চিন্তা করবেন না। আমি সালটে নিচ্ছি পুরোটা। (এরপর মহিষের দিকে তাকিয়ে) দ্যাখো ছোটভাই, বিয়ের চিন্তাভাবনা করছ এ অতি ভালো কথা। কিন্তু তাই বলে তোমার একটা দায়িত্ত্ব আছে সেটা ভুলে গেলে চলবে কি করে ?
মহিষ : বেশ তো। আমার বিয়েটা আগে দিয়ে দিন। তারপর মর্ত্যে যাব, কোনো চাপ নেই।
নারায়ণ : আহাহাহা, কি মুশকিল ! বিয়েটা তো আর পালিয়ে যাচ্ছে না। তাছাড়া বিয়ের জোগাড় করতেও তো সময় লাগে নাকি ? উঠল বাই আর সিঙ্গুর যাই অমন করলে চলে নাকি। সবকিছুরই একটা ভেবে দেখার বিষয় আছে।  আর কেউ তো বলছে না বিয়ে কোরো না। পুজোটা ভালোই ভালোই মিটিয়ে এসে ছাদনাতলায় বসলেই হল। ঠিক কিনা ?

একথায় মহিষ গম্ভীর মুখে বারমুডার পকেট থেকে চারটি কাঁঠাল পাতা বের করে চোখ বুজে চিবোতে লাগল। নারায়ণের কথায় খানিক জাবর কাটল বটে কিন্তু সঠিক মনস্থির করে উঠতে পারল না।

মহিষ :  নাহ, আপনি আমায় কথার জালে ফাঁসাচ্ছেন মাইরি।
নারায়ণ : আরে, এতো আচ্ছা পাগল ! একি লোকসভার ইলেকশন হচ্ছে নাকি ? তোমায় ফাঁসিয়ে কার কি লাভ হবে শুনি ?  আর তাছাড়া বড়রা যখন বলছেন তখন অমন জেদ করতে নেই। আমরা তো বলছি বিয়ে হবে। কথা দিচ্ছি।
মহিষ : নাহ, আপনারা কাজ গুছিয়ে নিতে ওস্তাদ। কাজ হয়ে গেলে আর ফিরেও তাকাবেন না, আমি জানি।
পার্বতী : মারব এক থাপ্পড়। কার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস ? বড়দের মুখে মুখে চোপা !
শিব : আঃ পারো। এই সময় ভায়োলেন্স নয়। কমন সেন্স ইউজ করো। ওর দোষ কোথায় ? যুগের পর যুগ ধরে তো ভুগছে। আচ্ছে দিন এসেছে কি ? ডিজিটাল স্বর্গ মানেই তো আর ডেভেলপ্ড স্বর্গ নয়। এটা বুঝতে হবে। আমার মনে হয় প্রজাপতি ব্রহ্মাকে একবার কল দেওয়া উচিত। উনি সর্বজ্ঞানী, এই বিশ্ব চরাচরের সমস্ত সমাধান ওনারই কৃপায়। এহেন সমস্যায় যোগ্য সিদ্ধান্ত উনিই নিতে পারবেন একমাত্র। এস আমরা কালবিলম্ব না করে ওনাকে স্মরণ করি ।

প্রজাপতি ব্রহ্মা অনতিদূরেই একটা পাথরের আড়ালে লুকিয়ে ছিলেন। এ যাবৎ ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিত ভাবে চুপিচুপি শুনে নিয়েছেন ওখানে দাঁড়িয়েই। স্বর্গে ফোর জি চালু হয়ে যাওয়াতে ওনার ধারেকাছে বিশেষ কেউ ঘেঁষে না। সমস্ত দিনটা উনি ফাঁকাই থাকেন। সময় সুযোগ পেলে পুরোনো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে সারেগামাপা দেখে পা নাচান অথবা নচিকেতার বৃদ্ধাশ্রম শুনে দুঃখ পান। মহিষের ঘটনায় উনি বেশ মজা পেয়েছেন এবং লুকিয়ে অকুস্থলে এসে হাজির হয়েছেন। সকলে মিলে স্মরণ করতেই উনি তড়িঘড়ি সামনে এসে দাঁড়িয়ে বক্তৃতার ঢঙে শুরু করলেন।

ব্রহ্মা :  বন্ধুগণ........ সরি, দেবদেবীগণ, তোমাদের আর ডাকাডাকি করতে হবে না।  আমি নিজে থেকেই হাজির হয়েছি। আফটার অল তোমাদের পাশে দাঁড়ানোটাই আমার প্রধান কর্তব্য। বিষয়ের গুরুত্ব বিচার করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যতক্ষণ না মহিষের একটা হিল্লে হচ্ছে ততক্ষন পর্যন্ত অসুর ভাতায় ওকে একটা সাইকেল দেওয়া হবে। আপাতত ওই সাইকেলটা চড়েই ও ঘোরাঘুরি করুক, পরে কিছু একটা করা যাবে।
নারায়ণ : (বিরক্ত হয়ে) এই, এটা  কে রে ! সাইকেল দেওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক ! আর তাছাড়া পরে আর কবে ? একি এসএসসি পরীক্ষা ? পরে কোনো একটা সময় করে নিলেই হল।
শিব : আঃ অত উত্তেজিত হতে নেই, ধৈর্য ধর। (ব্রহ্মার দিকে তাকিয়ে) কৈলাসে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই প্রজাপতি। আমি বরং গোড়া থেকে আপনাকে বুঝিয়ে বলি, তাহলে আপনার পুরোটা বুঝতে সুবিধা হবে।
ব্রহ্মা : (হাত তুলে থামিয়ে) ভুলে যেও না দেবাদিদেব, আমি সর্বজ্ঞ, আমার অজানা কিছুই নেই। রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব।
নন্দী : (ফিসফিস করে ভৃঙ্গিকে) যাহ কলা ! এতো লোকনাথ বাবার ডায়লগ। বেমালুম ঝেঁপে দিল যে !!
ভৃঙ্গি: চেপে যা রে ভাই, ভাঁওতাবাজি দিয়েই চলছে চাদ্দিক । বেশি বলবি, মাওবাদী বলে খেদিয়ে দেবে।
শিব : যাক ! তাহলে তো ভালোই হল। এবার এই ক্যাচালটার আপনি একটা বিহিত করুন তো দেখি।  সেই সকাল থেকে কান মাথা সব ঝালাপালা হয়ে গেল।
ব্রহ্মা : মাথা টনটন, কান ঝনঝন
        মহিষ বলেছে আড়ি.....
        হাতে লণ্ঠন মাছি ভনভন
        না এসে কি পারি ?

কবিতার রসেই হোক অথবা কিছু না বুঝেই  হোক উপস্থিত সকলে মিলে হাততালি দিয়ে উঠলেন।


নন্দী : (ফিসফিস করে) কবিতাটায় কেমন যেন একটা চেনা প্যাটার্ন পাওয়া যাচ্ছে .....নারে ?
ভৃঙ্গি : ঠিকই ধরেছিস। তবে শুনেছি নাকি অফটাইমে অফবিট ছবিও আঁকছেন এখন।
ব্রহ্মা : (মহিষের দিকে তাকিয়ে) এই যে মোষের পো, বিয়ে করবে সে ভালো কথা কিন্তু কাকে করবে শুনি ? বলি পাত্রীটি কে ?

সকলে উৎসুক নেত্রে মহিষের দিকে চেয়ে রইলেন। মহিষ লজ্জিত হয়ে মাথা চুলকাতে লাগল। কিছুতেই  মুখ ফুটে বলে উঠতে পারল না। এইভাবে বেশ কিছুক্ষন কাটল। ধীরে ধীরে সকলেই অধৈর্য হয়ে পড়লেন।

নারায়ণ : কিরে ছোটভাই ? নামটা বল, চট করে টুইট করে দিই.......
গনেশ : বলো না মামা...... মামীর নাম কি ?
পার্বতী : (ধৈর্য হারিয়ে) এই ! তুই কি ইন্ডিয়ান আইডলের অডিশন দিতে এসেছিস যে চুপ করে লাইনে দাঁড়িয়ে আছিস ? নামটা বলবি নাকি পিছনে গরম ত্রিশূলের খোঁচা দেব ?
মহিষ : (থতমত খেয়ে ) সানি ........ও..ওর নাম হল সানি..........
ব্রহ্মা : লিওন ???......জয় গুরু .....
পার্বতী : সে আবার কে ?

শিব ফিসফিস করে যতটা সম্ভব সহজ ভাষায় পার্বতীকে নামের ইতিবৃত্ত বুঝিয়ে দিলেন । সবটা শুনে পার্বতীর চোখ কপালে উঠে গেল। ধপ করে বসে পড়লেন পাশের বেদীতে।

নারায়ণ : যাই বলো, নামের মধ্যে কিন্তু বেশ একটা ষ্টার ষ্টার ব্যাপার আছে। জমবে ভালো।
শিব : দাঁড়া বাপু ! আমি যদ্দুর জানি তার তো বিয়ে হয়ে গেছে ? সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহটা বেআইনি।
ব্রহ্মা : একজ্যাক্টলি। তাছাড়া পরকীয়া আইনসিদ্ধ হয়েছে বলে তুমি একেবারে পরস্ত্রী ফুঁসলে আনবে একথাও তো ঠিক নয়।  
নারায়ণ : শুধু তাই নয়, যাকে বিয়ে করবে সে রাজি আছে কিনা সেটাও তো জানা দরকার। এতো আর কোলগেট নয় যে নিম, লবঙ্গ, নুন আছে কিনা জানলেই হয়ে গেল। বিয়ে বলে কথা।
নারদ : তেমন হলে আমি গিয়ে একবার জেনে আসতে পারি ........যাব ?
ব্রহ্মা : তুই থাম ছোঁড়া। নাম শুনেই অমনি দৌড়ে মেডেল আনতে চলল। আগে সবটা জানা দরকার, তারপর অন্য কথা।
মহিষ : কি আশ্চর্য মাইরি !! আপনারা কি আবোল তাবোল বকছেন ?
শিব : তার মানে ?
মহিষ : এ সানি সে সানি নয় .....
নারায়ণ : খেয়েছে ! তবে কোন সানি ?
নন্দী : (ফিসফিস করে ভৃঙ্গিকে ) আমার মনে হয় গাভাস্কারের কথা বলছে।
পার্বতী : হা কপাল !!
মহিষ : এসব কি হচ্ছে !!! কাদের সব নাম বলছেন বলুন তো ? এরা কেউ নয়।
সকলে একযোগে : তবে কে  ?

একটা দীর্ঘশ্বাস ছেড়ে মহিষ একবার সকলের মুখের দিকে চোখ বুলিয়ে নিল। তারপর ধীরে ধীরে মুখ খুলল।

মহিষ : সানি...... মানে ইয়ে, আমাদের সূর্যদেবের কথা বলছিলুম......

একথা শুনে পার্বতী প্রায় মূর্চ্ছা গেলেন। শিব তাড়াতাড়ি একঘটি জল এনে পার্বতীর মুখেচোখে ছিটিয়ে দিতে লাগলেন। উপস্থিত বাকি সকলেই বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। পোষা সিংহটাও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মহিষের দিকে। গোটা কৈলাসে নিস্তব্ধতার ছায়া ঘনিয়ে এল। কেউ টুঁ শব্দটি পর্যন্ত করলেন না। এই অপ্রত্যাশিত নীরবতা ভঙ্গ করে প্রথমে ব্রহ্মা সরব হলেন।

ব্রহ্মা : একি সত্যি নাকি !
মহিষ : (বিড়বিড় করে) পুরোটাই....
শিব : কদ্দিন ধরে ?
মহিষ : তা, বছরখানেক হল........
নারায়ণ : ইয়ে....মানে, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না ?
নারদ : হরিবোল.....
শিব : দাঁড়াও দাঁড়াও। আমরা একটু শক খেয়েছি বটে, কিন্তু তাই বলে প্রতিবাদী মিছিল করার কোনো দরকার নেই। আমি তো এতে দোষের কিছু দেখছি না।
ব্রহ্মা ; ঠিকই, তাছাড়া এমনটা তো নতুন নয়। মর্ত্যে যদি ৩৭৭ চেঞ্জ হতে পারে তাহলে আমাদের এখানে নয় কেন। আমাদেরও খোলা মনে ব্যাপারটা বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে আমি বরং অসুরশ্রীর একটা ব্যবস্থা করে দেব।

পার্বতী কিছুটা সুস্থলাভ করার পর কোনোরকমে উঠে মহিষের মুখোমুখি এসে দাঁড়ালেন।

পার্বতী : (মেলোড্রামাটিক সুরে) আমি তোর ওপর বড্ড বেশি অত্যাচার করি......নারে ? তাই বোধহয় এভাবে শোধ নিলি ?
মহিষ : (জনপ্রিয় শিল্পীর নকলে) আ--আমি কিছু করিনি । বিশ্বাস করুন, আ--আমি অন্যায় করিনি ।
শিব : দ্যাখো পার্বতী, তুমি মিছিমিছি কষ্ট পাচ্ছ। হৃদয় বিনিময় কোনো নিয়ম মেনে হয় নাকি ? নাকি তার কোনো সংজ্ঞা আছে ? তুমি তো মা। সন্তানের সুখ দুঃখের ভার তো তোমারই। এমন সময় পিছিয়ে এলে কি করে হবে ? তুমি সম্মতি না দিলে ও যে সারাটা জীবন কষ্ট পাবে। মা হয়ে তুমি কি তাই চাও ?

পার্বতী চোখ বুজে নিজের মতো করে চিন্তা করতে লাগলেন।

ব্রহ্মা : তাছাড়া এখানেও কিন্তু একইভাবে সেই দ্বিতীয় বিবাহের প্রশ্নটা থেকে যায়। সানি, আই মিন, সূর্যদেবও কিন্তু বিবাহিত। সূর্যপত্নী কি মেনে নেবেন ব্যাপারটা ?
মহিষ : হ্যাঁ, সেটা কথা বলা আছে। সানির স্ত্রী, ওঁর এই ওরিয়েন্টেশনটা জানার পর নিজে থেকেই  ডিভোর্স ফাইল করেছেন। আপাতত আমরা লিভ ইন করব, ডিভোর্স পেলেই বিয়ে ।
নারায়ণ : আশ্চর্য, এতো কিছু হয়ে গেলো অথচ আমরা কেউ টেরই পেলুম না !
নারদ : আমার কিন্তু একটা জিনিস খচখচ করছে বাপু। অমন প্রখর তেজস্বী ব্যক্তিত্ব, কাছাকাছি গেলেই তো পুড়ে ছাই হয়ে যাবার রিস্ক থাকে। সেক্ষেত্রে কিভাবে......
মহিষ : (লাজুকস্বরে) সাধারণত সকাল আর দুপুরের দিকটা এড়িয়ে চলি। সন্ধ্যের পর থেকেই ওর মধ্যে একটা ডিমলাইট টাইপের ভাব চলে আসে.....তারপর আর অসুবিধে হয় না.....
শিব : ব্রাভো ! তোর বুদ্ধি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি মাইরি ! (পার্বতীর দিকে ঘুরে) দ্যাখো পারো, ওদের ইন্টেন্সিটিটা লক্ষ্য কর একবার। এরপরও তুমি আপত্তি করবে ? তুমিই তো বলো, তোমার প্রত্যেক সন্তানের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। এসময় আমাদের সকলের ওর পাশে থাকাটা খুব জরুরি।
পার্বতী : (একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে) বেশ, তোমরা যেমন ভালো বোঝো। তবে আমার একটা শর্ত আছে।
মহিষ : বলুন মা।
পার্বতী : মর্ত্যের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ওদেরকে লাস্ট মোমেন্টে কোনোভাবেই ডিপ্রাইভ করতে পারব না। সুতরাং আগে পুজো, পরে বিয়ে। ফিরে এসেই নাহয় আমিই সেসবের ব্যবস্থা করব।
শিব : (অত্যন্ত আনন্দিত হয়ে) ওরে তোর মা রাজি হয়েছেন রে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কি ইডিয়ট, একটা পেন্নাম কর শিগগির। 

মহিষ আনন্দে আত্মহারা হয়ে ঢিপ করে একটা প্রণাম করে ফেলল। চিৎকার করে বলল, "বলো দুগ্গা মাইকী".........গোটা কৈলাস হর্ষধ্বনিতে মুখরিত হয়ে একসাথে গলা মেলাল মহিষের সাথে।




বিন্যাস  : অর্ণব দাসগুপ্ত 

















 




#Durgapuja #bengalishortstories #durgapujastories #pujabarshiki #Molat #DebdattaSinha