Thursday, August 9, 2018

পুরস্কার

যেকোনো রকম কম্পিটিশনের নাম শুনলেই বুক কাঁপে আমার…...সেই ছোটোর থেকে আমাদের পুরোনো পাড়ায় একটা বিরাট বড় খেলার মাঠ ছিল। নাম ছিল ডালমিয়ার মাঠ। সেই মাঠে ফি বছর স্পোর্টস হত আর আমি নাম দিতাম সেখানে, অন্যান্য ছেলেমেয়েদের মতোই। নাম ডাকা শুরু হলেই পিলেটা লাফিয়ে উঠত আচম্কা। স্টার্টিং পয়েন্টে দাঁড়ানোর সময় দুকানের মধ্যে দিয়ে গরম হাওয়া বইত যেন। ঠোঁট শুকিয়ে আসত, অসাড় লাগত সমস্ত শরীর। মনে মনে ভাবতাম, নিকুচি করেচে ! কেন যে মরতে নাম দিলাম কে জানে। কানের পাশে হুইসেল বাজলেই সাদা দাগ দেওয়া লাইনগুলোর ফাঁক দিয়ে তীরবেগে দৌড়োতে শুরু করতাম। ফিনিশিং লাইনে আসার পরেও মনে হত যেন দৌড়েই চলেছি। একবার তো দৌড়ে বাড়িই চলে এসেছিলাম। 
তবে ইদানীংকালে তেমনটা না হলেও ভেতর ভেতর একটা ধুকপুকানি থেকেই যায়। এই যেমন কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি লেখা একরকম আর সাহিত্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ আরেকরকম। সাহিত্যের প্রতিযোগিতায় আমার মতো আনকোরা লেখকের যে লেখা গ্রাহ্য হবে এইটেই অনেক বড় ছিল আমার কাছে। এ যাবৎ আমার কবিতা বা লেখা দু একটা জায়গায় প্রকাশিত হয়েছে বটে কিন্তু একেবারে কম্পিটিশন জিতে প্রথম পুরস্কার বাগিয়ে ফেলব এহেন চিন্তা দুঃস্বপ্নেও করিনি কখনো। আর তাই প্রতিলিপির দপ্তর থেকে যখন মেল্ পেলাম তখন দু চারবার চোখ কচ্লে দেখতে হয়েছিল যে ঠিক দেখছি তো ! বিশ্বাস করতে পারিনি বলে রিপ্লাই দিয়ে ফলাফলের লিঙ্ক চেয়ে পাঠিয়েছিলাম। সেটাও যখন মিলে গেল তখন যতটা না আশ্চর্য হয়েছিলাম তার থেকেও কয়েকগুন এক অব্যক্ত ভালোলাগায় ভরে গিয়েছিল ভেতরটা। কারণ প্রতিলিপির প্রথম সারির লেখায় আমার গল্প - "ছায়াসঙ্গী" শীর্ষস্থান পেয়েছে এর অনুভূতি কি তা আমি হাজার পাতা লিখেও বুঝিয়ে উঠতে পারব না। 
প্রতিলিপির সমগ্র বিচারকমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সর্বোপরি প্রতিলিপির কর্মকর্তা মৌমিতা দত্তর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। লেখা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি ও সর্বোপরি ফলাফলের লিঙ্ক চেয়ে বিরক্ত করেছি। অথচ সবটাই হাসিমুখে উনি উত্তর দিয়েছেন এবং প্রয়োজনমতো সাহায্য করেছেন। আপনাদের সংস্থার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আর মলাটের পাঠকদের কাছে যে আমি চিরঋণী এ বলার অপেক্ষা রাখে না। আপনাদের উৎসাহতেই কলম চলছে। পাশে থাকুন এভাবেই...…... 
"ছায়াসঙ্গী" গল্পের  লিংক দিলাম এখানে -
https://debdattasinha.blogspot.com/2016/06/blog-post_6.html  - প্রথম পর্ব
https://debdattasinha.blogspot.com/2016/06/blog-post_15.html - অন্তিম পর্ব 

    
#bengalishortstories #bengaliarticle #pratilipi #bengalipratilipi #Molat #DebdattaSinha