Monday, October 9, 2017

অনুপদ্য - ১৯

অকাল শ্রাবণ ধূসর প্লাবন, নয়ানজুলি ভাসে
হিয়া ছলছল, বারি চঞ্চল, বর্ষা নেমে আসে
প্রেম বয়ে যায় নিভৃত পায়ে ছুপছুপে ভিজে ভোর
দেখেছি তোমায়, জল ছুঁয়ে যায় এই মেঘলা শহর
















#bengalipoems #rainydaypoems 

Thursday, October 5, 2017

অনুপদ্য - ১৮

রাঙাচরণ আলতামাখা, চিহ্ন চৌকাঠ.....
থৈথৈ মন চাঁদের আলো, তেপান্তরের মাঠ
পেঁচার ডানায় সাঁতার কাটে আবাহনের সুখ
কোজাগরীর সন্ধ্যাপটে দেখেছি মায়ের মুখ

চিত্র : নিজস্ব




















#laxmipuja #bengalishortpoems #laxmipujapoems