আজ নিয়ে তিন দিন হল। একটানা, অবিরাম বৃষ্টিতে কলকাতা কার্যত ভাসছে। কোনোরকমে হাতের ছাতাটা সামলে কাঁধে ব্যাগ নিয়ে নিউআলিপুর অবধি এসেছি। এমন সময় টালিগঞ্জ ফাঁড়ির দিক থেকে একটা ট্যাক্সি ডান দিক বরাবর এসে প্রায় শৈল্পিক ভঙ্গিমায় গর্তের ভেতর থেকে কয়েক আঁজলা জল ছিটিয়ে প্যান্টের অর্দ্ধেকটা ভিজিয়ে দিয়ে চলে গেল। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলুম আর মনে মনে যথেচ্ছ শাপ শাপান্ত করতে লাগলুম ট্যাক্সির ড্রাইভারকে। বৃষ্টির তোড়ে ততক্ষনে আমার জামাটার ডান পাশটাও ভিজতে শুরু করেছে। ঝাপসা চশমার ভেতর থেকে প্রাণপণে একটা অটোর খোঁজ করে চলেছি। কিন্তু আমার কপালকে আমি খুব চিনি। বেশ কিছুক্ষন নির্বিবাদ সপসপে ভিজে সর্দি না ধরানো অবধি কোনো অটো পাব না। অগত্যা ফুটপাথের ওপর ত্রিভঙ্গ মুরারীর এঙ্গেল প্রাকটিস করতে লাগলুম আর একমনে ভাবতে লাগলুম ঈশশশশ অফিসেও যদি একটা করে রেনি ডে হতো !!......................... ঝাঁ করে মনে পড়ে গেল বেশ কয়েক বছর আগের কথা।
তখন আমি ক্লাস টু কিম্বা থ্রী। আমাদের স্কুলের জুনিয়র সেক্শনটা মেনকা সিনেমার ঠিক পিছন দিকটায় ছিল। সেবার দারুন বৃষ্টির মধ্যেও স্কুলের বাসে করে এসেছি। শুধু আমি নই। আমার মতো হাভাতেরা যাদের স্কুল অন্ত প্রাণ ছিল এবং যারা বৃষ্টির দিনে চুপচাপ বাড়িতে বসে পেঁয়াজি ভাজাটা কোনো কাজের কথা মনে করতো না, তারাও প্রায় সকলেই এসেছে। গত রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ার ফলে স্কুলের সামনে এক কোমর জল তখন ডুব সাঁতারের ইঙ্গিত দিচ্ছে। সে সীমাহীন সমূদ্র ও অজস্র পাঁকের জঞ্জাল সাঁতরে গেট অবধি পৌঁছনোর আগেই শুনলাম আজ স্কুল বন্ধ। দূর থেকে আমাদের আন্টিদের দেখলুম হাত নেড়ে সবাইকে ফিরে যেতে বলছেন। এ আবার কি কথা ! শনি, রবিবার আর ছুটির দিন ছাড়া কখনো স্কুল বন্ধ হতে শুনিনি। আজ কি হল ? বিভিন্ন কথাবার্তায় জানতে পারলুম স্কুলে জল ঢুকেছে। কি আশ্চর্য ! স্কুলে আবার জল ঢোকে নাকি ?
আসলে ওই সেকশনে বছরের প্রথম মাসগুলোতে আমাদের কোনোরকম বর্ষার অভিজ্ঞতা হয়নি। সুতরাং এহেন গভীর নিম্নচাপে স্কুলেরও যে নিদারুণ চাপ হতে পারে এ আমাদের কল্পনাতীত ছিল। যাই হোক মুখের কথায় আমি খুব একটা বিশ্বাসী ছিলাম না তখনও। তাই সে দুর্দান্ত জলরাশিকে তুচ্ছ মনে করে কোনোক্রমে গেট অবধি পৌঁছে যা দেখলুম তাতে করে আমার সে যাবৎ পড়া পৃথিবীর সমস্ত আশ্চর্য মিথ্যে হয়ে গেল একেবারে। আমাদের সেই স্কুলটা বাইরের পিচ রাস্তার থেকে বেশ কিছুটা নিচু ছিল। অর্থাৎ সিঁড়ি দিয়ে কিছুটা নেমে, একটা চাতাল পেরিয়ে খানিকটা হেঁটে গিয়ে বাঁ দিকের সরু রাস্তা ধরে সোজা ক্লাসরুমগুলোতে গিয়ে শেষ হতো। অমনটা হওয়ার কারণ যে কি ছিল সে আমি জানতে পারিনি কখনো। যাইহোক, মুখ বাড়িয়ে দেখলুম, সেই চাতালটায় প্রায় বুক সমান ঢেউ উঠছে একের পর এক। ছোটখাট স্কুবা ডাইভিং করা যাবে এতটাই জল জমেছে সেখানে। আমাদের দারোয়ান ও স্কুলের অন্যান্য স্টাফরা একপ্রকার ডাইভ দিয়েই বালতি বালতি জল তুলে পাশের গলিটায় ফেলছেন আর প্রায় ইঁদুর তাড়ানোর মতো করে ছেলেমেয়েদের গেট থেকে ভাগিয়ে দিচ্ছেন । এহেন জিনিস আগে দেখিনি প্রায় কেউই। স্বভাবতই বিদ্যুৎ তরঙ্গের মতো সে 'বার্তা রটে গেল ক্রমে'। যারা ছিল তারা তো রইলই, যারা চলে যাচ্ছিল তারাও সবাই মিলে জড় হয়ে সে আশ্চর্য দৃশ্যর নিস্পলক সাক্ষী হতে লাগল। পরবর্তী কালে এই দৃশ্যের সাথে একাত্ম হয়ে গিয়েছিলুম তার কারণ অধিক বৃষ্টিপাতে যে আমাদের স্কুল ছুটি হয়ে যাবে এটা আন্দাজ করাটা খুব একটা পারদর্শিতার কাজ ছিল না। কিন্তু তাই বলে স্কুল কামাই করতুম না আমরা কিছুতেই।
এর বহু বছর পর এই ছুটির দিনগুলোর সঠিক সদ্ব্যবহার করার উপায় বের করে ফেললুম আমরা সকলেই। তখন আমার ক্লাস টেন। আমাদের সিনিয়র সেকশনটা তখন সাদার্ন এভিনিউতে। খুব স্বাভাবিকভাবেই আমরা পিঠের দুপাশে অদৃশ্য পাখার উপস্থিতি টের পেতে শুরু করেছিলুম। এবং সময়নুসারে সে পাখা মেলে ধরতেও আমরা কিছুমাত্র কুন্ঠা বোধ করতুম না। সেবার এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন সকাল থেকেই মেঘের বজ্রনিনাদ ও তাল মেলানো অক্লান্ত বর্ষণে আনন্দে নেচে উঠেছিলুম। ভেবেছিলুম এই বিল্ডিংটায় জল জমুক না জমুক, এমন ঘনঘোর ঝঞ্ঝায় আর কিছু না হোক রেনি ডে টা অন্তত হবে। আর তারপরেই দিগ্বিদিগ শূন্য হয়ে আমরা চষে বেড়াবো শহরের মেঘ্লাতম দিনে। কিন্তু প্রকৃতি যে আমার আবেগ নিয়ে এমন ছিনিমিনি খেলবে এ আমি কস্মিনকালেও ভাবিনি। স্কুলে যখন পৌঁছলুম তখন বৃষ্টি সম্পূর্ণরূপে থেমে গেছে। গেট খুলে গেছে এবং নির্বিবাদে ক্লাস শুরু হয়ে যাওয়ার একটা অপ্রত্যাশিত উপক্রম দেখা দিয়েছে। স্বভাবতই ভীষণ ভেঙে পড়লুম। আমার মতো আরও অনেকে যারা এই পড়ে পাওয়া চোদ্দ আনার অপেক্ষায় ছিল তাদের সকলের মুখ চুন। কানাঘুষোয় জানতে পারলুম অনেকেই বুড়ি ছোঁয়ার মতো স্কুলটা ছুঁয়েই মেনকা বা নবীনার উদ্দেশ্যে রওনা হবে ভেবেছিল। কিন্তু তাদের সকলেরই এখন মাথায় হাত। ঘোর কালিমালিপ্ত চোখ মুখ নিয়ে তারা দিশেহারা হয়ে ঘোরাফেরা করছে স্কুলের সামনেটাতেই। এহেন সময় গোদের ওপর বিষ ফোঁড়ার মতো আরেকটা সংবাদ পেলুম। কিছু কিছু স্টুডেন্ট যারা আদ্যোপান্ত বৃষ্টিতে ভিজেছিল তাদেরকে পত্রপাঠ বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ। যারা ভেজেনি তাদের নিয়ে বাকি ক্লাস হবে এমনটা ঠিক হয়েছে। এমনকি পাঁচ ছজন হলেও। এই খবরে প্রায় মুচ্ছ যেতে বসেছিলুম আমরা কয়েকজন। কোনো এক বিশেষ কারণে আমরা তখন খরার মত শুকনো। জলের কোনো ছিটেফোঁটা গায়ে লাগেনি। তার কারণ বৃষ্টিতে ভেজাটা উদ্দেশ্য ছিল না। রেনি ডের ষোলোকলা পূরণ হবে ভেবে আগাম বাঁচিয়ে রেখেছিলাম নিজেদের। কে জানবে জলের অভাবে আমাদের সমস্ত প্রকল্প একেবারে জলাঞ্জলি যাবে !
এমন করুণ পরিস্থিতিতে আমরা যখন প্রায় মড়া কান্না জুড়েছি এমন সময় এক বন্ধু আঙ্গুল তুলে এমন এক জিনিস দেখালে যা দেখে হৈহৈ করে এক পৈশাচিক উল্লাসে ওকে প্রায় কাঁধে তুলে আমরা নাচতে লাগলুম। আমাদের মেন্ বিল্ডিংটার ঠিক পরের বাড়িতে দক্ষিণদিকে দেওয়ালঘেঁষা একটা পুরোনো পাইপ ছিল। কোনোভাবে সেই পাইপ ফেটে হড়হড় করে একেবারে বানের জলের মতো জল বেরোচ্ছে তখন। আমরা আর কালক্ষেপ না করে গলির দিকে মুখ করে পরপর সব দাঁড়িয়ে পড়লুম সেই পাইপের তলায়। বৃষ্টি থেমে যাওয়ার পরও এমন অভাবনীয় আকস্মিক বর্ষার ধারাপাত হবে ভাবিনি। ফলস্বরূপ যে কজন আমরা কাকভেজা ভিজেছিলাম তাদের সকলেরই ছুটি মঞ্জুর হল এবং বিন্দুমাত্র বিলম্ব না করে আমরা তড়িঘড়ি নবীণার দিকে দৌড় দিলুম। এখনো মনে আছে, সেবার নুন শোয়ে নবীনার রিয়ার স্টলের প্রায় তিনটে রো শুধু মাত্র স্কুলের স্টুডেন্টেই ভর্তি ছিল........
শুধুমাত্র এই সমস্ত কার্যকারণে নয়, বন্ধুদের সাথে নিছক আড্ডা দিয়ে নিরলস সময় কাটানোর অন্যতম দিনও ছিল রেনি ডে। গড়িয়াহাটের অটোয় যেতে যেতে ভাবছিলাম, আমার আড়াই বছরের পোলাপানটা এমনই এক বৃষ্টির দিনে স্কুল যাওয়ার আশ্চর্য বায়না জুড়েছিলো। নানারকম ভয় ও প্রলোভনেও সে পিছপা হয় নি একটুও। শুধু আমি জানি, এমন দিনেই স্কুল যেতে হয় কারণ এমন দিনগুলোতেই তো রেনি ডে হয়...........
![]() |
| ছবি ও চিত্রবিন্যাস : নিজস্ব |
#rainyday #rain #bengaliarticle


