Monday, June 26, 2017

অনুপদ্য - ১৩

















#rainyday #brishtirkobita #bengalipoem #bengalipoetry

Sunday, June 25, 2017

ভগবান

মর্ত্যের প্রশস্ত মসৃণ পথে
ঈশ্বর, মানুষ চলে একসাথে
কোলাহলে মুখরিত ভক্তি উল্লাস
জাগ্রত মূর্তি অকূল বিশ্বাস
স্তুতিস্তবে মন্ত্র দেব অধিষ্ঠান
রথ চলে, সাথে চলে ভক্তের ভগবান।

চিত্রবিন্যাস : নিজস্ব 














#rathayatra #ratha2017 #bengalipoems #bengalipoetries

Friday, June 16, 2017

স্মরণে

খবরের নিচে খবর চাপা পড়ে থাকে
জোনাকির আলোয় বেঁচে থাকে কিছু নাম
অকালের বৈশাখীতে ধুলো হয়ে গেছে যাঁরা
এ পৃথিবীতে, তাঁদের কতটুকুই বা দাম ?

ধূপের ধোঁয়ায় ভারী হয়ে আসে বুক
অতীত প্রহর হাতছানি দিয়ে ডাকে
ফ্রেমবন্দী ছবির কালযাপনের সুখ
নীরব মৃত্যু আর কেই বা মনে রাখে ?

বিন্যাস : নিজস্ব















#bengalipoems #bengalipoetry